৫ ওয়াক্ত নামাজ কত রাকাত ? Fajr Dhuhr Asr Maghrib Isha Namaz Rakat

৫ ওয়াক্ত নামাজ কত রাকাত ?

নামাজ ফরজ সুন্নতে মুয়াক্কাদাহ সুন্নতে গাইরে মুয়াক্কাদাহ নফল
ফজর ২ রাকাত ২ রাকাত নাই নাই
যোহর ৪ রাকাত ৪ রাকাত, ২ রাকাত নাই ২ রাকাত
আসর ৪ রাকাত নাই ৪ রাকাত নাই
মাগরিব ৩ রাকাত ২ রাকাত নাই ২ রাকাত
এশা ৪ রাকাত ২ রাকাত ৪ রাকাত ২ রাকাত, ২ রাকাত
৫ ওয়াক্ত নামাজ কত রাকাত ?   Fajr Dhuhr Asr Maghrib Isha Namaz Rakat

ইশার নামাজের পরপরই এ নামাজ পড়া ওয়াজিব। আর রমজান মাসে তারাবিহ নামাজ পড়ার পর জামাআতবদ্ধভাবে ইমামের সঙ্গে বিতর নামাজ পড়া যায়। বিতরের নামাজ পড়ার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ তাগিদ দিয়ে বলেন, বিতরের নামাজ পড়া আবশ্যক। যে ব্যক্তি বিতর আদায় করবে না, আমাদের জামাআতের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। (আবু দাউদ).

পাঁচ ওয়াক্ত নামাযের রাকাতসমূহঃ ক্রমানুসারে 

  1. ফজরের নামাযঃ  দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ, দুই রাকাত ফরয,  ।
  2. যোহরের নামাযঃ  চার রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ, চার রাকাত ফরয, দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ, দুই রাকাত নফল।
  3. আসরের নামাযঃচার রাকাত সুন্নতে গাইরে মুয়াক্কাদাহ , চার রাকাত ফরয।
  4. মাগরিবের নামাযঃ তিন রাকাত ফরয, দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ  , দুই রাকাত নফল।
  5. ইশার নামাযঃ  চার রাকাত সুন্নতে গাইরে মুয়াক্কাদাহ, চার রাকাত ফরয, দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদাহ, দুই রাকাত নফল, তিন রাকাত বিতের, দুই রাকাত নফল।

৫ ওয়াক্ত নামাজের বিস্তারিত তথ্যঃ 

  • ফজর নামাজ (Fajr Namaz) - Dawn prayer performed before sunrise.
  • যোহর নামাজ (Zuhr Namaz) - Midday prayer performed after the sun has passed its zenith.
  • আসর নামাজ (Asr Namaz) - Afternoon prayer performed in the late afternoon.
  • মাগরিব নামাজ (Maghrib Namaz) - Evening prayer performed immediately after sunset.
  • এশা নামাজ (Isha Namaz) - Night prayer performed after twilight has disappeared.

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত জানাতে পারেন
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.