সাংকেতিক চিহ্নের বিবরণ

শাপলা ফুল চিহ্ন ব্যবহারের কারণ বর্ণনা
যে সব অক্ষরের উপর শাপলা ফুলের চিহ্ন থাকবে সে সব অক্ষরে উচ্চারণের সময় যবর থাকা সত্ত্বেও বাংলায় 'আকার' উচ্চারণ হবে না। 'আকার' দিয়ে উচ্চারণ করলে এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ হতে পারে। যথাঃ 'ভূ' যবর 'তু' হবে এটিই শুদ্ধ, কিন্তু যবর দিয়ে পড়লে 'তু' না হয়ে 'তা' অক্ষর হয়ে যাবে যা ভুল। তবে খেয়াল রাখতে হবে 'আকার' ছাড়া উচ্চারণ করতে গিয়ে যেন 'ও'কার এর মত উচ্চারণ না হয়। কেননা আরবীতে 'ও'কার এর কোন ব্যবহার নেই। একই ভাবে আরবীতে ''ে-কার এর কোন ব্যবহার নেই। এ চিহ্ন ১০টি যায়গায় ব্যবহার করা হয়েছে

হারকাতের উপর ১ লেখার কারণ বর্ণনা
ক্ব-রীয়ানা কুরআনের যে সব হরফের উপর ১ লেখা আছে সে সব জায়গায় ১ (এক) আলিফ অবশ্যই টেনে
পড়তে হবে। না টানলে তিলাওয়াত হারাম হবে। টেনে তিলাওয়াত না করলে পবিত্র কুরআন তিলাওয়াতের সময় অর্থের পরিবর্তন হয়ে তিলাওয়াতে মারাত্মক ভুল হয়ে যেতে পারে। যেমন, "লা" লাম অক্ষরের যবরের বামে আলিফ
আছে টেনে পড়লে অর্থ হবে "অবশ্যই না বা নাই", টেনে না পড়লে অর্থ হবে অবশ্যই হ্যা বা আছে।
নিম্ন বর্ণিত ৬ স্থানে ১ লেখা হয়েছে

সাকিনের উপর ২ লেখার কারণ বর্ণনা
যে সব সাকিন অক্ষরের উপর ২ লেখা আছে তার বামের অক্ষরে দম ফেললে ২ আলিফ টানতে হবে। দম না ফেললে টানতে হবে না। এবং এর উপর সাকিন ডানের অক্ষরে যবর এবং বাম পাশে আরদ্বী সাকিন হলে ২ আলিফ টানতে হয়

হারকাতের উপর ৩ লেখার কারণ বর্ণনা
মাদ্দে আঙুলীর বামে অর্থাৎ ১ আলিফ মাদ্দের বামে (অন্য শব্দের শুরুতে) লম্বা হামজাহ হলে ৩ আফিফ টানতে হবে (তবে দম ফেললে ১ আলিফ টানতে হবে)। যে সব হারকতে ৩ আলিফ টানতে হবে সেখানে ৩ লেখা আছে।

second line
ছবিসহ বইটি মনোহর ও আকর্ষণীয় হয়েছে যা পাঠকদের ভরসা দেয়।

second line
ছবিসহ বইটি মনোহর ও আকর্ষণীয় হয়েছে যা পাঠকদের ভরসা দেয়।

second line
ছবিসহ বইটি মনোহর ও আকর্ষণীয় হয়েছে যা পাঠকদের ভরসা দেয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url