কবিতা

কাঁদ বেশী হাস কম
ফাতেমা বিনতে আব্দুল করিম নাদভী

কাঁদ বেশী হাঁস কম
দুর হবে মনের গম
যেনে রেখ ভাই।
আল্লহর ভয়ে কাঁদে যারা
মুক্তি পেতে থাকে তারা
যদিও হয় তা কম।
কাঁদ মুমিন নির্জনে হাঁস খনে খনে
অট্র হাঁসি গাধার গাসি বলে গুরুজন।

প্রিয় ক্ব-রীয়ানা
ক্ব-রী মাওঃ মোঃ জিল্লুর রহমান
 জেলা পরিচালকঃ পাবনা 

আমার প্রিয় ক্ব-রীয়ানা আমি তোমায় ভালবাসি,
তোমায় দেখলে ফুটে উঠবে আমার মুখের হাসি।
জ্ঞানের প্রদ্বীপ জ্বালিয়েছো লাখ মানুষের বুকে,
মুর্খতা আর উম্মী যত সব দিয়েছে রুখে।
অন্দকারে ছিলাম মোরা পেয়েছি শত দুঃখ,
তোমার দেখা পেয়ে মোদের ভরে গেলো বুক।
সকাল বিকাল তোমার বাণী হিরার চেয়ে দামি,
তোমার দেখা পেয়ে ধন্য মোরা হবই সফল কামি।
ক্ব-রীয়ানা তোমায় জানাই লাখো কোটি সালাম,
ইনতখাবে  ও পড়বো মোরা পাক পবিত্র কালাম।
পরি শেষে এই কামনা, ওমর তুমি হও,
সারা জীবন পৃথীবিতে খোদার গান গাও। 

ভালোবাসি
ক্ব-রী মোঃ সাখাওয়াত হোসেন

ভালোবাসি সবার সাথে সত্য কথা বলতে,
ভালোবাসি সারটাদিন দ্বীনের পথে চলতে।
ভালোবাসি রাত জেগে তাহাজ্জুত আদায় করতে,
ভালোবাসি সঠিক ভাবে ক্বুরআ-ন পড়াশিখতে।
ভালোবাসি মায়ের হাতের আদর সোহাগ পেতে,
ভালোবাসি সব সময় আল্লহর গান গাইতে।
ভালোবাসি হাদিস পড়ে জ্ঞানের কথা শিখতে, 
ভালোবাসি সবাই মিলে সুশীল সমাজ গড়তে





এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url