Test

سورة الفاتحة | Surah Al-Fatiha

سورة الفاتحة

সূরা আল-ফাতিহা | মাক্কী | ৭ আয়াত
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুনুন সূরা আল-ফাতিহা
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
1
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিকুলের প্রতিপালক।
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
2
যিনি পরম দয়ালু, অতি মেহেরবান।
مَالِكِ يَوْمِ الدِّينِ
3
যিনি বিচার দিনের মালিক।
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
4
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
5
আমাদেরকে সরল পথ দেখাও।
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
6
তাদের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ; তাদের পথ নয়, যাদের উপর তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
آمِينَ
7
আমিন (হে আল্লাহ কবুল করুন)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url